Type Here to Get Search Results !

রেলগেটে পাথর বোঝাই ট্রাক নষ্ট হওয়ায় তীব্র যানজট

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় শতাধিক যানবাহন দীর্ঘ লাইন ধরে ভোর ৫ টা থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগেটের উভয় দিকদাঁড়িয়ে রয়েছে। পরবর্তীতে যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিরামপুর থানার পুলিশ সদস্যগনের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) পঞ্চগড় জেলার বাংলাবান্ধা এলাকা হতে পাথর বোঝাই ট্রাক নিয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওয়ানা দেন ট্রাক চালক জয়নাল। জয়নাল বলেন দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেট পার হওয়ার আগে রেলগেটের উভয় মাথায় মহাসড়কে ছোট-বড় খানাখন্দ থাকায় হঠাৎ করে আমার ট্রাকটি আটকে যায়। পরবর্তীতে পাথর বোঝাই ৩০ টনের ট্রাকটি স্টার্ট দিয়ে তোলার চেষ্টা করলে ট্রাকের নিচে দুই চাকার সাথে সংযুক্ত প্রিমিয়ামটি ভেঙে যায়। এতে করে ঘোড়াঘাট রেলগেটের উভয় মাথায় যানজটের সৃষ্টি হয়।উভয় মাথায় শতাধিক যানবাহন (ভোর ৫ টা হতে সকাল ১০ ঘটিকা পর্যন্ত)প্রায় ৫ ঘন্টা ধরে তাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। যানবাহনগুলোর মধ্যে বেশির ভাগই ছিল পন্যবাহি ট্রাক, তেলের লরি, মাইক্রো, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী সিএনজি, অটো রিকশা। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও কোচগুলো তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বিকল্প রাস্তা ব্যবহার করে। স্কুল কলেজগামী শিক্ষার্থদের সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পোহাতে হয় ভোগান্তি।এ যানজটের একমাত্র কারণ হিসেবে মহাসড়কের ছোট-বড় খানাখন্দ, রাস্তা তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার করায় কর্তৃপক্ষকে দায়ী করেন স্থানীয় পথচারী ও মটর পরিবহনের শ্রমিকরা। পরবর্তীতে আনুমানিক সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিরামপুর থানা পুলিশ সদস্যগনের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ছোট-বড় খানাখন্দ ও ঘোড়াঘাট রেলগেট এর উভয় মাথায় দ্রুততম সময়ে রাস্তাটির সংস্কারের জন্য জোর দাবি জানান স্থানীয়রা।
বিভাগ