আকাশ রহমান,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরে বদরগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলা দামোদরপুর ইউনিয়ন মোস্তফাপুর বারোবিঘা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে থানার সামনে রাখা হয়। এসংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক সরকার বলেন, স্থানীয় ছবির মিয়া নামে এক ব্যাক্তি সকালে জমিতে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে লাশটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি লোক মুখে শুনে তাŤক্ষণিক বদরগঞ্জ থানায় খবর দেই।
নাম পরিচয়হীন ওই লাশের ব্যপারে এলাকার একাধিক ব্যক্তি জানান,অচেনা লোকটি এই এলাকার বাসিন্দা নয়। আমরা তাকে কখনো দেখিনি। তিনি অন্য কোন জেলার মানুষ হতে পারে।
বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তাই তার মুত্যুর ব্যাপারে আপাতত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।