Type Here to Get Search Results !

ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এ.রায়হান চৌধুরী রকি, আটোয়ারী প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে পরিষদের অডিটোরিয়ামে আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ এর সভাপতি ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার কাজ শুরু হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ সহ সুধী ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য মোঃ মতিউর রহমান, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী, পূজা উপ-কমিটির যুগ্ন আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ আঃ কাদের প্রমূখ।
চলতি বছর সর্বসম্মতিক্রমে মেলার সম্পাদকের দায়িত্ব পান উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, যুবদলের আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম দুলাল।
বিভাগ