এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা।