শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে ১৪ই অক্টোবর সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়।কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।প্রসিকিউশন অফিসার ছিলেন উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।
উক্ত মোবাইল কোর্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন,বিপণন,খাদ্য দ্রব্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তাদের স্বাস্থ্যহানী ঘটানোর অপরাধে,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মিষ্টি ব্যবসায়ী মিনাজ মালীকে ২০০০টাকা, মিজানুর রহমান মালীকে ৩০০০টাকা, আয়ুব মালীকে ৫০০০ টাকা,সোহরাব মালীকে ১০০০ টাকা সর্বমোট ১১০০০ (এগারো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পেশকার ইব্রাহিম,হিরম্ময় ব্যানার্জী, সুমন ঘোষ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।