ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিন শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ করেন সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
আজ সোমবার সকাল ৯ ঘটিকায় বিরামপুর সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় ৩ জন শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
দিনাজপুর দক্ষিন সাংগঠনিক শাখার জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন,শহীদ পরিবারের সদস্য আব্দুল মালেক, আসাদুজ্জামান সুজন ও ফরিদুল ইসলাম প্রমুখ।মতবিনিময় ও সুধী সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন ইস্পাহানী এর নেতৃত্বে বিরামপুর প্রতিধ্বনি সাহিত্য সংস্কৃতিক (প্রসাস) এর শিল্পী গোষ্ঠী।
মতবিনিময় সভা শেষে শহীদ আসিকুল ইসলাম আসিক, মুহতাসীম নাইম ও আসাদুজ্জামান নূর ওরফে সূর্য্যের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ এক লক্ষ করে টাকার আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম। ইতিপূর্বেও জামায়াতের নেতা-কর্মীরা তাদের পরিবারের সাথে দেখা করে এক লক্ষ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।প্রতিটি শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান ক