শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলায়
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা চার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শনিবার পৌর
শহরে বিক্ষোভ ও আলোচনা সভা করেছে।
অন্তবর্তীকালীন সরকারের কাছে তারা চার দফা
দাবী বাস্তবায়নের জন্যে জোর দাবী জানিয়েছেন। দাবী গুলো হলো নির্দলীয় তদারকি
সরকারের অধীনে নির্বাচন দাও, ভোট ও ভাতের অধিকার চাই, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করো
ও টাকা পাচার কারী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন।
এ
উপলক্ষে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা তারা পথ সভা করেন। বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, কমিউনিস্ট
পার্টির পীরগঞ্জ উপজেলা সভাপতি সমির শাহাজাহান প্রভাত, গোলাম মুর্তুজা,
আব্দুর মোমিন প্রমুখ।