Type Here to Get Search Results !

বোদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলার বলরামহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ও গণসারক্ষরতা অভিযান এর সহযোগীতায় শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।
শিক্ষক, শিক্ষকের কন্ঠস্বর: এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বলরামহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “র‌্যালি ও আলোচনা সভা ” র‌্যালি শেষে শিক্ষকদের ফুল দিয়ে বরণ,ও প্রয়াত শিক্ষকদের সম্মান প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
বিশিষ্ট সমাজসেবক রশিদুল হক দুলুর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধান শিক্ষক বাবু অক্ষয় কুমার রায়, সমাজ সেবক আব্দুর রশিদ রকিব, প্রধান শিক্ষক নিতাই চাঁদ বর্মন, স্কুল ম্যানেজিক কমিটির সদস্য মো: পবিরুল ইসলাম, মো:রুহুল আমিন , সহকারী প্রধান শিক্ষক মো: আহসান হাবিব, উমেন এন্ডিং হাঙ্গারের সম্পাদিকা মালেকা বেগম, সহকারী শিক্ষক মো: কাউছার আলী, মো: আনোয়ার হোসেন, নিরাঞ্জন বর্মন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার, অনিল শর্মা সহ শিক্ষক, সংগঠক, সিভিল সোসাইটি, প্রতিনিধি, শিক্ষার্থী, বিদ্যোৎসাহী, নারী সংগঠক, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ মানসম্মত শিক্ষা, এসডিজি বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
শিক্ষক ও শিক্ষার্থীদের সু-সম্পর্কেও মধ্য দিয়ে নতুন সামাজিক সমাজ ও অঙ্গীকার বদ্ধ হওয়ার কথা তুলে ধরেন । ছেলে মেয়ের পড়াশোনা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষা ব্যবস্থায়,বাস্তবসম্মত শিক্ষায়, স্মর্ট শিক্ষা গ্রহন করতে শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ তাদের মেধা বিকাশ কেন্দ্র, খেলাধুলা, শিক্ষককের মর্যাদা, সম্মান, নীতি আদঁশের প্রতি বিশেষ নজর দিয়ে , শিক্ষার উন্নয়নে নতুন ভাবে একটি সামাজিক অঙ্গীকার নিয়ে, শিক্ষায় রুপান্তর করতে হবে । ভবিষ্য প্রজস্ম, সমাজ উন্নয়নে অঙ্গীকারের কথা উল্লেখ করেন বক্তারা ।
বিভাগ