আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আবু সায়েম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ।
মতবিনিময় সভায় দলীয় সক্রিয়তা বৃদ্ধি সহ আগামী নির্বাচনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করতে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে কোনো দুষ্কৃতিকারী যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।