Type Here to Get Search Results !

পীরগঞ্জে ১১৯ মন্দিরে সরকারি চাল বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১১৯ মন্দির কর্তৃপক্ষের কাছে চাল বিতরণ করেছে। উপজেলার ১১৬টি মন্দির ও ৩টি বির্সজন ঘাট সহ মোট ১১৯টি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে হাফ টন করে জিআর চাল বিতরণ করা হয়।
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন এসব চাল বিতরণ করেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিএন ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দৈনিক জনকন্ঠ পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিভাগ