Type Here to Get Search Results !

সাদুল্লা পুরে সড়ক পার হতে গিয়ে পথচারি নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাদুল্লাপুর উপজেলার মহাসড়ক পার হতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর (৪৫) মৃত্যু হয়েছে। 
শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে ধাপেরহাট ফাঁড়ি পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ধাপেরহাট দক্ষিণ বাসস্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই সময় মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। এরই মধ্যে রংপুরগামী ‘মা আনোয়ারা’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
এ ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউর রহমান বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বিভাগ