চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি জামে-উল-উলুম ফাযিল মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক ষড়যন্ত্রমূলক অব্যহতি আদেশ অবিলম্ব প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এ সময় মাদ্রাসার ৯ম শ্রেণীর দুই শিক্ষার্থী মানববন্ধনের ছাত্র/ছাত্রীদের উপর হামলা চালানোর পাশাপাশি ছাত্রীদের হেনস্থা করার চেষ্টা করে বলে ছাত্রীরা অভিযোগ করে।
এরই প্রেক্ষিতে মাদ্রাসার ৭ম শ্রেণীর নাজিম,৮ম শ্রেণীর সুলতানা, মিশু, তামান্না, বণ্যা, কাউছার, যুনায়েদ, খালেক, ১০ম শ্রেণীর আখিঁ, রেজওয়ান অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে জানা যায়- মানববন্ধন চলাকালীর মাদ্রাসার ৯ম শ্রেণীর মারজান ও শামীম মেয়েদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে চিলাহাটি জে.ইউ. ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসাইন বলেন- আমি ছাত্র/ছাত্রীদের একটি অভিযোগ পেয়েছি, সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।