চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
গতকাল সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।