Type Here to Get Search Results !

চিলাহাটিতে চোরাচালান নারী-শিশু পাচার ও মাদক বিরোধী সমাবেশ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর সীমান্তবর্তী চিলাহাটিতে চোরাচালান, নারী-শিশু পাচার, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে ৭ বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর আলোজনে বিজিবি রংপুর কতৃক আয়োজিত অনুষ্ঠানে রংপুর ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আনিছুর রহমান আনিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিলাহাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আ. ত. ম. জহুরুল হকের সভাপতিত্বে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুরাদ হোসেন প্রামানিক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, চিলাহাটি তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ এসআই নাবব আলী চিলাহাটি ৭ বিজিবির কোম্পানী কমান্ডার বাচ্চু মোল্লা,চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক রওশন রশীদ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।