আামিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ছাত্র জনতার গন অভ্যত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরনে কাহারোল শহীদ মার্চ দিবস পালন করেছে কাহারোল বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ছাত্ররা শহীদ মিনার হতে একটি র্যালী বের করে কাহারোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশ মাইল আমতলা মোড়ে এসে র্যালীটি শেষ হয়।