জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসরণের দাবি তুলেছে বিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রীরা ।
সোমবার দুপুরে বিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রীরা লিখিত অভিযোগ তুলে দেন ডোমার উপজেলা নির্বাহী অফিসারের হাতে।
অভিযোগ সূত্রে জানা গেছে- বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়বুল ইসলাম বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে সরিয়ে দিয়ে নিজেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে।
এরই মধ্যে তিনি বিদ্যালয়ের এলএডি টিভি, ক্লাসরুমের ফ্যান, পানির পাম্প, ওয়াশরুমের সরঞ্জাম, গাছ কর্তন ও বিদ্যালয় এর টাকা হরিলুট করে আসছে।