Type Here to Get Search Results !

ভারতীয় ছিটমহলে রিং কালভার্ট নির্মানের আনুষ্ঠানিক উদ্ধোধন করলেন পঞ্চগড়ের ডিসি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটির সাথে সংযুক্ত বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় ছিটমহল ২ নম্বর বালাপাড়ার বোতলগঞ্জ নামক স্থানে সড়ক উন্নয়ন ও রিং কালর্ভাট নির্মানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। 
পঞ্চগড় জেলা প্রশাসক মোফাজ্জল হক মিয়া প্রধান অতিথি হিসাবে শুক্রবার বিকাল ৩টায় এই কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ছিটমহলটির অভ্যান্তওে উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ছিটমহলের চেয়ারম্যান আলতাফুর রহমান আলতাফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নীলফামারীর ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া, প্রভাষক বকুল, এ রহমান মুকুল প্রমুখ। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন নাহার, ছিটমহলের প্রভাবশালী আবুল কালাম আজাদ, রব্বু, সবু,বাবু প্রমুখ।
ভারতীয় ছিলমহল ২ নম্বর বালাপাড়ার ছিটমহল চেয়ারম্যান আলতাফুর রহমান আলতাফ জানান- ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল বিনিময় এখনও হয়নি।
তবে অবহেলিত ছিটমহলের রাস্তাঘাট ব্রীজ কালর্ভাট নির্মানের মাধ্যমে উন্নয়নে ছিটমহলের অভ্যান্তওে গত বছর মেলার আয়োজন করা হয়। সেই মেলার উপার্জিত অর্থ দিয়ে ছিটমহলের উন্নয়নের কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন-এবারো ছিটমহলে বিশাল মেলার মাধ্যমে যাত্রা হাউজির আয়োজন করা হবে।
যার আয় দিয়ে ছিটমহলের উন্নয়ন ঘটানো হবে।
এদিকে ভারতীয় ছিটমহলের অভ্যান্তওে পঞ্চগড়ের ডিসির প্রবেশের মাধ্যমে ছিটমহলের উন্নয়ন কাজের উদ্ধোধন করা ও ডোমার উপজেলা চেয়ারম্যানের উপস্থিত থাকা কতখানী যুক্তিপূর্ন তা নিয়ে সাধারন মানুষজনের মাঝে প্রশ্ন উঠেছে।