আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার সকালে ডেফোইন গ্রুপ কর্তৃক বাস হস্তান্তর অনুষ্ঠানে নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী সাহেবের সহধর্মিনী ডেফোইন গ্রুপ এর পরিচালক মিসেস শামিমা জাফর নিজস্ব তহবিল হইতে ছাত্রী যাতায়াতের সুবিধার্থে একটি বাস হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মতলুবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামরী- ১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।
এ ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া, চিলাহাটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ.তা.ম জহুরূল ইসলাম,চিলাহাটি কলেজের অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায়,চিলাহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মোদ জাকির হোসেন।
এ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পাটির উপজেলা সভাপতি আনজারূল ইসলাম,সাধরন সম্পাদক আব্দুল জব্বার,জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার আব্দুর রাজ্জাক রাজা,কেতকী বাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক (দিপু) জাতীয় পার্টির পেীর সভাপতি আ ত ম রায়হানুল আলম তুহিন,সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন, সামসে জামিল সিদ্দিকী, হামিদুল ইসলাম সহিদুল ইসলাম সহিদ প্রমূখ।
এ অনুষ্ঠানে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী বলেন উন্নয়নের রাজনীতিত্বে বিশ্বাস করে জাতীয় পার্টি তাই ডোমার ডিমলার উন্নয়নের পাশে থাকতে চাই, তিনি জনগনের মাঝে একটি একাডেমিক ভবন নির্মান,স্থলবন্দর চালুর প্রকৃয়াসহ চিলাহাটি হইতে ঢাকা গামী আন্ত:নগর ট্রেন চালু করনের প্রতিশ্রুতি দেন।