Type Here to Get Search Results !

পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্চকারীদের প্রশিক্ষণ

পার্বতীপুর প্রতিনিধি :পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্চাকারীদের প্রশিক্ষণ গতকাল ২১ সেপ্টেম্বর/২৪ লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ই¤পায়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে স্থানীয় কাম টু ওয়ার্ক (সি টি ডব্লিউ) এর আয়োজনে সংস্থাটির হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালক মতিউর রহমান। 
প্রশিক্ষক হিসেবে ছিলেন এপালো হাসপাতালের সাবেক ফিজিওথেরাপিষ্ট ও পরামর্শক মঞ্জুরুল আলম। এ প্রশিক্ষণে ৭০ জন প্রতিবন্ধীদের পিতা ও মাতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক এপালো হাসপাতালের ফিজিও থেরাপিষ্ট ও পরামর্শক মঞ্জুরুল আলম প্রতিবন্ধী হওয়ার কারণগুলো তুলে ধরেন। উপস্থিত প্রতিবন্ধী পিতা ও মাতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
বিভাগ