আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে যৌতুকের কারনে গলায় ওড়না দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
জানা যায়- জেলার চিলাহাটির কেতকীবাড়ী প্রামানিক পাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে বেলী বেগম বেনু (১৯) এর ২ মাস পূর্বে বিয়ে হয় ডোমার উপজেলার সোনারায় চাগধাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে আখতারুল এর সাথে।
মেয়ের বাবা দিন মজুর হওয়ায় আখতারুলকে যৌতুক দিতে না পারায় সে বেনুকে ২ মাস ধরে বাবার বাড়ীতে রেখে দেয়।
এভাবে চলে আসায় গত শুক্রবার সকালে বেলী নিজ শোয়ার ঘড়ে গলায় ওড়ানা পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।