শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সোমবার সকাল সাড়ে
৯টায় চেক বিতরণ করা হয়। এছাড়া মাধ্যমিক স্কুল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে
বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়। ৮টি স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে ২
লক্ষ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা
প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করেন। সেখানে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন,
এম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম,
সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার
ভাইজার জহিরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ
থানা সাব-ইন্সপেক্টর রাসু বেগম প্রমুখ।