Type Here to Get Search Results !

বহু মানুষের ভালোবাসা পাওয়া নাসরিন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানল

লাল রঙের জামা খাদিজা আক্তার নাসরিনের খুব প্রিয়। শখ করে ছবি তুলেছিল সুস্থ থাকতে ।       ছবি: সংগৃহীত


চিলাহাটি ওয়েব ডেস্ক : রোববার ভোরে মারা গেল খাদিজা আক্তার নাসরিন। বোনম্যারো (অস্থিমজ্জা) ক্যানসারে আক্রান্ত ১৭ বছরের নাসরিনের চিকিৎসা চলছিল রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। ১১ সেপ্টেম্বর থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নিয়ে যাওয়া হয় বলে শনিবার দুপুরে জানিয়েছিলেন নাসরিনের মা নাজমা বেগম।
নাজমা বেগম জানান, গত ৩ জুলাই নাসরিনকে ভর্তি করা হয় ক্যানসার হাসপাতালে। তাকে পাঁচটি রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। এরপর একটি কেমো দেওয়া হয়। কিন্তু নাসরিনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল। নাসরিনের শরীরে দ্রুত টিউমার ছড়িয়ে পড়ে এবং হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে। অবশেষে কয়েক মাসের লড়াইয়ের পর রোববার ভোরে ক্যানসারের কাছে পরাজিত হলো ছোট্ট মেয়েটি।
ক্যানসারে আক্রান্ত নাসরিনকে নিয়ে গত ১৭ জুন ঈদুল আজহার দিন প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘বিশ্বাস হচ্ছে না, আমার জীবনে এটাই হয়তো শেষ ঈদ’ শিরোনামে। এরপর অসহায় এ পরিবারের কিশোরী মেয়েটির চিকিৎসার জন্য মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসেন সংবেদনশীল অনেক মানুষ। পরেও তাঁরা খবর নিয়েছেন নাসরিনের। তাঁদের সহযোগিতাতেই নাসরিনের ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছিল।

সূত্র : প্রথম আলো