Type Here to Get Search Results !

ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে পথনাটক প্রদর্শনী

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক 'যুক্ত' প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে মানব কল্যাণ পরিষদ (এমকেপি)-এর আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত পথনাটকে অংশগ্রহণ করেন স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীবৃন্দ।
বাল্যবিবাহ প্রতিরোধ, করণীয় সম্পর্কিত সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটকটি প্রদর্শন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
বিভাগ