Type Here to Get Search Results !

ডোমারে এমএইচভিদের প্রতিবাদ সভা

আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : কমিউনিটি ক্লিনিকে কর্মরত মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি)-দের চাকরি ফেরত ও স্থায়ীকরণের দাবিতে নীলফামারীর ডোমারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক আলামিন ইসলাম তানভীর।
মাল্টিপারপস হেলথ ভলান্টিয়ার জোয়ানা আক্তারের সঞ্চালনায় এসময় এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সমন্বয়ক রিপন মিয়া, রাকিবুল ইসলাম রয়েল, কিশোরগঞ্জ উপজেলার সমন্বয়ক সাইদুল ইসলাম, ডোমার উপজেলা সমন্বয়ক আঁখী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) পদে কর্মরত থাকা সকলের চাকরি ফেরত ও স্থায়ীকরণের দাবি জানান তারা।
বিভাগ