আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে রেলওয়ের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কবির আহমেদ।
গতকাল সোমবার দুপুরে তিনি নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন, লুপলাইন, ১ ও ২ নং প্লাটফর্ম, ফুট ওভারব্রিজ, দ্বিতীয় প্লাটফর্ম শেট, ওয়াশ ফিট, ওয়াশ ফিট রেললাইন, স্টেশন ইয়ার্ড লাইর্টিং বাউন্ডারী ওয়াল ও পানি নিষ্করণের ড্রেন এর কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পাকশী ব্রীজ ইঞ্জিনিয়ার ও চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর সিনিয়র সাব-এ্যাসিস্টেন্ড ইঞ্জিনিয়ার শরিফুল আজিমসহ ম্যাক্স ও ক্যাসেল এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।