Type Here to Get Search Results !

বিরামপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও সূধী সমাবেশ

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের কর্মী সম্মেলন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় মুকুন্দপুর ফাজিল মাদরাসা হলরুমে ইউনিয়ন আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে বিশাল কর্মী সম্মেলন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল হক সরকার, সামসুদ্দিন ও ডাঃ আশিক বিল্লাহ প্রমুখ।
বিভাগ