Type Here to Get Search Results !

পীরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার : গ্রেফতার ১

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে শনিবার সকালে থানা পুলিশ উপজেলার থুমনিয়া শালবনের পাশে ধান ক্ষেতে থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও হরিনারায়নপুর গ্রামের আইজুল ইসলাম এর পুত্র সাহেদ (২২) কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওই জেলার ১১নং মোহাম্মদপুর কাবদোর এলাকার আনিসুর রহমান এর পুত্র রাসেল (২৮) কে সাহেদ হত্যা করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
রাসেল কে হত্যার ব্যাপারে আরো কেউ জড়িত আছে কি না তা জানার জন্যে পুলিশ গ্রেফতার কৃত সাহেদ কে জিজ্ঞাসা বাদের জন্যে ঠাকুরগাঁও আদালতে রিমান্ডের আবেদন করেছেন।
লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিভাগ