মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা ইউনিয়ন শাখার আয়োজনে ডিমলা সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় আশ্রমে গতকাল সন্ধায় হিন্দু-মুসলিম সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডিমলা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওঃ মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রাখতে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুস ছাত্তার, ডিমলা থানা আমীর মাওঃ মজিবুর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর মাওঃ নুর মোবাশ্বির, থানা কর্ম পরিষদ সদস্য মোঃ আব্বাস আলী, ডিমলা ইউনিয়ন টিম সদস্য মাওঃ তহিদুল ইসলাম ও ডাঃ রেজাউল করিম। হিন্দু সম্প্রদায়ের পুজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু সুভাষ চন্দ্র সরকার, পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু মহিত কুমার রায়, বাবু উৎপল কুমার রায়। এ সময় কয়েক শতাধীক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সম্প্রীতি সভায় অংশ গ্রহন করেন।