Type Here to Get Search Results !

চিলাহাটিতে বৈষম্যবিরোধী ছাত্রদের মানববন্ধন

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রীরা চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেনের বিচার দাবি করেন।
এ সময় বক্তারা বলেন- ইলিয়াস হোসেন শিক্ষা অনুপযোগী শিক্ষক, ছাত্র নির্যাতনকারী, স্বেচ্ছাচারিতাকারী ও বৈষম্য ছাত্র আন্দোলনের বিরোধিতা কারী।
সম্প্রতি চিলাহাটি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যান, সে সময় শিক্ষক ইলিয়াস হোসেন ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিসে গিয়ে বিভিন্ন দাবীদাবা তুলে ধরেন।
এক পর্যায়ে অধ্যক্ষ জাকির হোসাইন মাদ্রাসার প্যাডের পাতায় অভিযুক্ত শিক্ষক ইলিয়াস হোসেনকে ২ বছরের জন্য বরখাস্থ করেন।