Type Here to Get Search Results !

যেভাবে পাবেন প্রেমিকার মন

চিলাহাটি ওয়েব, রকমারি ডেস্ক : ভালোবাসার মানুষটির মন জিততে প্রত্যেকেই কমবেশি চেষ্টা চালান। প্রেমিকার মুখে হাসি ফোটানোর ইচ্ছে থাকে সব পুরুষেরই। আর প্রেমিকাকে প্রাথমিকভাবে খুশি করতে ভুলবশত অনেকে মিথ্য়ে প্রতিশ্রুতিও দিয়ে বসেন। কিন্তু সেসব করার আদৌ কোনো প্রয়োজন আছে কি না, তা-ও ভাববার বিষয়।
তাই চারটি সহজ উপায় শিখে রাখুন, যেগুলোর সাহায্যে সহজেই প্রেয়সীর মন জিততে পারবেন আপনিও।
প্রেমিকাকে সম্মান করুন : প্রত্যেক মহিলাই তার সঙ্গীর থেকে সম্মান পেতে চান। শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের আশা রাখেন। আপনিও সেদিকে খেয়াল রাখুন।
কখনো প্রেমিকাকে অসম্মান করবেন না। তার সঙ্গে ভালোভাবে কথা বলুন। তার মতামতে যোগ্য সম্মান জানান। দেখবেন এতেই পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সময় দিন : সম্পর্কের শুরুর দিকে আপনি যেমন তাকে অনেকটা সময় দিতেন, পরবর্তী সময়েও তাকে ঠিক ততটাই সময় দিন। এই সমীকরণে যেন কোনো নড়চড় না হয়। তিনি আপনার থেকে সামান্য সময় আশা করেন। তাই দিনের যেকোনো একটি সময়ে মুখোমুখি বসে দুজনে কথা বলুন।
চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিন। ছুটির দিনে কোথাও ঘুরতে যান। এতে তার মুখে হাসি ফুটবে। 

মতামতকে গুরুত্ব দিন : অধিকাংশ পুরুষই সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে চান না বলে অভিযোগ নারীদের। আপনিও তাদের মতো ভুল করবেন না। বরং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার প্রেমিকার সঙ্গে আলোচনা করুন, তার মতামতকে গুরুত্ব দিন। এতে তিনি বেশ খুশি হবেন, আপনাকে আরো বেশি ভালোবাসবেন।

কার গুরুত্ব বেশি, কার কম : জীবনে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারবেন না। তাই এ ক্ষেত্রে একটু বুদ্ধি করে চলা উচিত। আপনি যাকে জীবনসঙ্গী বানাবেন, তার সঙ্গে বেশি সময় কাটান। তাকে প্রায়োরিটি লিস্টে ওপরে রাখুন। বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে গিয়ে প্রেমিকাকে অবহেলা করবেন না।
বিভাগ