নতুন জনবল নেবে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ০৪ টি পদে নীলফামারী ও পঞ্চগড় জেলায় ৪৭ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১। পদের নাম : শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা : ৫
বেতন ভাতা : ২০,০০০+১০,০০০=৩০,০০০/-
শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক।
অভিজ্ঞতা : ৮-১০জন স্টাফ পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।
২। পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনী
পদ সংখ্যা : ৭
বেতন ভাতা : ১৫,০০০+১০,০০০=২৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক
অভিজ্ঞতা : কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে এবং মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।৩। পদের নাম : একাউন্টস অফিসার
পদ সংখ্যা : ৬
বেতন ভাতা : ১২,০০০-১৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক।
অভিজ্ঞতা : হিসাব বিভাগে কাজ করতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।৪। পদের নাম : এরিয়া ম্যানেজার (শিক্ষা)
পদ সংখ্যা : ১
বেতন ভাতা : ২০,০০০+১০,০০০=৩০,০০০/-
শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক।
অভিজ্ঞতা : ১০টি শাখা পরিচালনার সক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে এক্সল প্রোগামে রিপোর্ট করতে হবে।৫। পদের নাম : শিক্ষা অফিসার
পদ সংখ্যা : ৮
বেতন ভাতা : ১৩,০০০+১০,০০০=২৩,০০০/-
শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক।
অভিজ্ঞতা : ১৫-২০টি স্কুল ভিজিট,ছাত্র-ছাত্রী সংগ্রহ অভিভাবক সভা পরিচালনা করতে হবে।৬। পদের নাম : ফিল্ড অফিসার
পদ সংখ্যা : ২০
বেতন ভাতা : ১২,০০০+১০,০০০=২২০০০/-
১৪,০০০+১০,০০০=২৪০০০/- শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি।
অভিজ্ঞতা : ক্ষুদ্র ঋন কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋন বিতরন,ঋন আদায় ও সঞ্চয় আদায় করতে হবে।সুবিধা সমুহঃ ----------------------
শিক্ষানবিশ কাল হবে ১বছর,শিক্ষানবিশ কাল সন্তোষ জনক ভাবে অতিক্রম করলে সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরীতে
স্থায়ীকরন সহ মোবাইল বিল ও অন্যান্য সুবিধা যেমন-বাৎসরিক ৪টি বোনাস,বৈশাখী ভাতা, ইনসেন্টিভ,
ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড,গ্রাইচ্যুটি,ডিপিএস,বীমা সুবিধা,প্রোমশন সহ সংস্থার নিয়ম অনুযায়ী
অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে । এছাড়া বছরে একবার স্বপরিবারে বনভোজনের সুযোগ পাবেন।
শর্তাবলীঃ ----------------------
১। বয়স সর্বোচ্চ ৪০ বছর(৩০/০৯/২০২৪ পর্যন্ত) ।
২। আবেদনের সহিত ইসলামী ব্যাংক দেবীগঞ্জ শাখা সঞ্চয়ী হিসাব (উত্তরা ফাউন্ডেশন-২০৫০৭৭৭০২০৬২৮২২৫১)
এর অনুকুলে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ৩৫০/-টাকার ডিপোজিট স্লিপ অথবা সমপরিমান টাকাপ্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে মানিরিসিপ্ট গ্রহন করে (অফেরত যোগ্য) জমা দিতে হবে
। অনলাইনে আবেদন করতে চাইলে লগইন করুন- www.uttarafoundation.org
৩। সকল পদের জন্য, চুড়ান্ত নিয়োগের পর সংস্থার গাইড লাইন অনুযায়ী কাজ করার জন্য অফিস ও মাঠ পর্যায়ে
১ মাসের বাস্তব প্রশিক্ষন নিতে হবে এবং প্রশিক্ষন কালীন ১ মাস কোন বেতন দেওয়া হবেনা,শুধু
টিএ/ডিএ বাবদ ৩০০০/-টাকা প্রদান করা হবে ।
১ মাসের বাস্তব প্রশিক্ষন নিতে হবে এবং প্রশিক্ষন কালীন ১ মাস কোন বেতন দেওয়া হবেনা,শুধু
টিএ/ডিএ বাবদ ৩০০০/-টাকা প্রদান করা হবে ।
৪। সংস্থায় যোগদানের সময় ৬নং পদের জন্য ২০,০০০/-(কুড়ি হাজার) এবং ১,২,৩,৪ ও ৫ নং পদের জন্য আলোচনা
সাপেক্ষে (ফেরত যোগ্য) জামানত সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে । জামানত
সংস্থায় কর্মরত থাকা কালীন সময় পর্যন্ত জমা থাকবে এবং চাকুরী হতে অব্যহতির ১মাস পরে ফেরত দেওয়া
হবে ।
সাপেক্ষে (ফেরত যোগ্য) জামানত সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে । জামানত
সংস্থায় কর্মরত থাকা কালীন সময় পর্যন্ত জমা থাকবে এবং চাকুরী হতে অব্যহতির ১মাস পরে ফেরত দেওয়া
হবে ।
৫। ত্রুটিপুর্ন আবেদন বাতিল করা হবে ।
আগ্রহী প্রার্থীগনকে আগামী ৩০/০৯/২০২৪ইং তারিখের মধ্যে সদ্ব তোলা ২কপি পিপি সাইজ
ছবি,এনআইডি ফটোকপি,সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি,নাগরিকতা,অভিজ্ঞতা পত্র(যদি থাকে) ও
মানিরিসিপ্ট/পোস্টাল অর্ডার/ব্যাংক ডিপোজিট স্লিপ সহ আবেদন বরাবর নির্বাহী পরিচালক, উত্তরা
ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, চিলাহাটি-৫৩৪১,ডোমার,নীলফামারী এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ারের
মাধ্যমে পাঠাতে হবে ।
ছবি,এনআইডি ফটোকপি,সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি,নাগরিকতা,অভিজ্ঞতা পত্র(যদি থাকে) ও
মানিরিসিপ্ট/পোস্টাল অর্ডার/ব্যাংক ডিপোজিট স্লিপ সহ আবেদন বরাবর নির্বাহী পরিচালক, উত্তরা
ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, চিলাহাটি-৫৩৪১,ডোমার,নীলফামারী এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ারের
মাধ্যমে পাঠাতে হবে ।
আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৪
নির্বাহী পরিচালক
নির্বাহী পরিচালক
উত্তরা ফাউন্ডেশন
প্রয়োজনে : ০১৭২৯৪০১০৪৯
০১৭৯৩৪৪২০০০