আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতেও পালিত হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন।
এ উপলক্ষ্যে সকাল ১১ টায় বিএনপি ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে আনন্দ র্যা লী পুরো চিলাহাটি বাজার প্রদক্ষিণ শেষে চিলাহাটি চৌরাস্তায় বক্তব্য রাখেন- বিএনপি ডোমার উপজেলা শাখার সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
এসময় ভোগডাবুরী ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি খতিবর রহমান , জুয়েল বসুনীয়া সহ ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়ন শাখার বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে খালেদা জিয়ার জন্ম। কর্মসূচি ঘোষণা করেছে। ৪বোন ও ২ ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ৪র্থ। তার বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদার।