ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি : কমিউনিটি ক্লিনিকের সামনে অপেক্ষায় রয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা ২ জন বয়োবৃদ্ধ মহিলা।
সময় তখন দুপুর সোয়া ১২ টা, সকাল ৯ টা হতে অপেক্ষায় রয়েছেন ২ জন,এর মধ্যে চিকিৎসা সেবা নিতে আসা চলে গেছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা সেবা নিতে আসা বয়োবৃদ্ধ মহিলা বলেন,গত ৩ দিন থেকে বন্ধ রয়েছে মোহনপুর কমিউনিটি ক্লিনিক আজকে বৃহস্পতিবার এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
শুক্রবার ব্যাতীত সপ্তাহে ৬ দিন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে প্রদেয় সেবা প্রদান করবেন এমন নিয়ম থাকলেও আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে মোহনপুর কমিউনিটি ক্লিনিকসহ জোতজয়রামপুর কমিউনিটি ক্লিনিক।
জানা গেছে, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ২২ টি সরকারী কমিউনিটি ক্লিনিক রয়েছে। গ্রাম্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য সেবার জন্য এ ক্লিনিকগুলো স্থাপিত হয়েছে।
সম্প্রতি চাকরি স্থায়ীকরণসহ বেশ কিছু দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় অবস্থান করায় কিছুদিন কমিউনিটি ক্লিনিকের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল,আজ বৃহস্পতিবার সকল কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলার নির্দেশ থাকলেও উপজেলার ২টি কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সরেজমিনে দেখা যায় উপজেলার বিনাইল ইউনিয়নের মোহনপুর কমিউনিটি ক্লিনিক ও পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। মোহনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লোকমান বলেন, ক্লিনিকে কোন ঔষধ নেই শুধু প্যারাসিটামল ও কিছু স্যালাইন আছে। ক্লিনিক বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যায়।
অপরদিকে জোতজয়রামপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মশিউর এর সাথে কথা বললে তিনি বলেন ক্লিনিক বন্ধ রয়েছে আগামী রবিবার খোলা হবে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন যে সমস্ত কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগন তাদের কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখেছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।