শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার সেনুয়া
গ্রামে জমি জমার জের ধরে এক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে
রবিবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং- ১২। ওই গ্রামের রাজু আলী এর কন্যা
শাহিনা আক্তার (৩৩) কে গত ০৭/০৮/২০২৪ইং তারিখ সকালে এলাকার কিছু সন্ত্রাসী
শারীরিক নির্যাতন করা সহ বেধরক মারপিট করে।
সন্ত্রাসীদের মারপিটের কারণে তার
মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে শাহিনা আক্তারের ভাই
নয়ন আলী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে রবিবার পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার
তদন্তকারী কর্মকর্তা এস.আই এরশাদ জানান, মামলাটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং
আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।