ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বাজার মনিটরিং এর আওতায় পদ্মকলি সুইটস প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন|
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর নতুন বাজারের কাঁচামালসহ বিভিন্ন আড়তে, মুদিখানার দোকানে,মাছ, মাংসের দোকানে, এছাড়াও বিরামপুর অবসর মোড় এলাকার খানছা হোটেল,দই মিষ্টি মেলাসহ পদ্মকলি সুইটস এর দোকান সহ কারখানায় বিকেল ৪ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে পদ্মকলি সুইটস এর কারখানায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ রং যেগুলো টেক্সটাইলের কাজে, কাপড়ে ব্যবহার করা হয়, এছাড়াও নষ্ট খাবার,ছানা ও খির তৈরির কাজে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কাঁচামাল রাখায় ২০ হাজার টাকা জরিমানা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ নাজিয়া নওরীন। পরবর্তীতে জব্দকৃত মালামাল বিরামপুর ছোট যমুনা নদীতে ফেলে ধ্বংস করা হয়।
এ অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করেন, বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিইউবিটির ছাত্র সাহিদ হাসান,আইইউবির ছাত্র রিফাত চৌধুরী,জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র এস এম সাব্বির,বিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রাজা মিয়াসহ বিরামপুর থানা পুলিশের এসআই কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ নাজিয়া নওরীন বলেন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারনে ভোক্তা অধিকার আইনে পদ্মকলি সুইটসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।