Type Here to Get Search Results !

বিরামপুরে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্ত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৩৭০ কেজি পোনা মাছ উপজেলার উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে বিরামপুর উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি রুই, কাতলা, মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা রকিবুল হাসান,উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ অনেকে।
পরবর্তীতে বিরামপুর উপজেলার চরকাই এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর খামার ব্যবস্থাপকের কার্যালয়ের মৎস্য বীজ উৎপাদন খামার হতে কাটলা বিজিবি বিশেষ ক্যাম্পের জলাশয়,বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীসহ উপজেলার ২১ টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের মালিকদের পোনা মাছ অবমুক্ত করার লক্ষ্যে বিনামূল্যে পোনা মাছ দেওয়া হয়।
বিভাগ