Type Here to Get Search Results !

পলাশবাড়ী প্রেসক্লাবের বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্য বাহি সাংবাদিক সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাব দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হওয়ায় মানুষ মানুষের জন্য প্রতিপাদ্য কে সামনে রেখে ত্রান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
২৬ আগষ্ট স্থানীয় চৌমাথা মোরে ত্রান সামগ্রী সংগ্রহ কার্যক্রম টি পরিচালনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার এবং উপদেষ্টা মোঃ ফেরদাউস মিয়া, পাপুল সরকার, ছাদেকুল রুবেল ও সাইদুর রহমান ছাড়াও প্রেসক্লাবের অন্নান্য সদস্য বৃন্দ। ত্রান সংগ্রহ কার্যক্রম শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় পলাশবাড়ী বাসী, বানভাসি মানুষের জন্য শুকনা খাবার, ওষুধপত্র, খাওয়ার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, নগদ অর্থসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ও অপচনশীল যেকোনো জিনিস নিয়ে বানভাসি মানুষের পাশে দারানোর আহবান জানান। এসময় স্বতঃস্ফূর্ত সহায়তার হাত বাড়িয়ে দেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বিভাগ