আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : গ্রাফিতি, দেয়াল লিখন, ক্যালিগ্রাফি, পেইন্টিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মাহুতির চিত্র স্মরণীয় করে রাখতেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছেন গ্রাফিতি।
আজ মঙ্গলবার সকালে নীলফামারী জেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের নানা ধরনের চিত্র আঁকতে দেখা যায়।
আদনান চিলাহাটি ওয়েবকে বলেন- ইতিহাসের সাক্ষী হিসেবে ২৪ সালকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই শিল্পকর্ম।
ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত আগষ্টকে গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।