Type Here to Get Search Results !

চিলাহাটি থেকে ১৫ আগস্ট চলবে যেসব আন্তঃনগর ট্রেন

চিলাহাটি ওয়েব ডেস্ক : দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট সারাদেশের ন্যায় উত্তরের সর্বশেষ রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে চলবে আন্তঃনগর ট্রেন।
গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন।
ক্ষুদে বার্তায় বলা হয়- ১৩ আগস্ট থেকে মেইল ট্রেন (লোকাল) কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। 
চিলাহাটি স্টেশন মাস্টার হায়দার আলী চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- আগামী ১৫ আগষ্ট চিলাহাটি থেকে আপাতত খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য আন্তঃনগর ট্রেন চলাচল করবে।