মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) থেকে ঃ দেশের চলমান পরিস্থিত কারনে নীলফামারীর ডিমলা থানা পুলিশের গত কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার কার্যক্রম শুরু করা হয়েছে।
সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় যে সকল পুলিশ সদস্য বাহিরে ছিলেন তারা থানায় কর্মে ফিরেছেন। শুরু হয়েছে সীমিত পরিসরে থানার কার্যক্রম। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে থানা ছেড়ে চলে যান অনেক পুলিশ সদস্যরা। তবে মূল দায়িত্বে থাকা থানা পুলিশের কোন সদস্য থানা ছাড়েননি। এরপর থেকে বন্ধ হয়ে যায় থানার সার্বিক কার্যক্রম। এ বিষয়ে ডিমলা থানার ওসি দেবাশীষ রায় জানান, ডিমলা থানায় সকল পুলিশ কর্মে ফিরেছেন। সীমিত আকারে থানার কার্যক্রম চালু করা হয়েছে। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও দ্রুত শুরু করা হবে।