শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :পীরগঞ্জ
উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পৌর শহরে বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে বিক্ষোভে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।
সকাল থেকেই এসব নারী-পুরুষ
মিত্রবাটি মন্দিরে জমায়েত হয়ে সনাতনী ছাত্র জনতার ব্যানারে তাদের নিরাপত্তা
নিশ্চিত করার দাবীতে এসব কর্মসূচীর আয়োজন করেন। ওই সময় শহরে মানুষের মধ্যে
আতঙ্ক বিরাজ করে। পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান
জাহিদ, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম
জিয়া ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন
নিরাপদ ভাবে শহরে তাদের কর্মসূচী করতে পারে এ ব্যাপারে তারা সর্বাত্বক
সহযোগীতা করেন। ফলে শান্তিপূর্ণ ভাবেই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করে
নিরাপদে বাড়ি ফিরে গেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্তোষজনক
ভূমিকা পালন করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আমজনতা তাদের প্রতি খুশি
হয়েছেন।