Type Here to Get Search Results !

পীরগঞ্জে সেনাবাহিনীর মতবিনিময় সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে রবিবার দুপুরে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা পুলিশের সাথে মতবিনিময় সভা করেন।
ওই সময় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। 
সরকার পতনের পর বিভিন্ন জায়গায় পুলিশের উপর নানা রকম হামলা ও নির্যাতন হওয়ায় পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করায় পীরগঞ্জ থানা পুলিশ নিরাপত্তা জনিত কারণে তাদের কার্যক্রম বন্ধ রাখেন।
এতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরায় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা পুলিশের সাথে মতবিনিময় করে কার্যক্রম স্বাভাবিক করার উদ্দ্যোগ গ্রহন করেন। ফলে জনগণের মধ্যে আতঙ্ক অনেকাংশেই কমে যাবে।
বিভাগ