Type Here to Get Search Results !

চিলাহাটিতে ছাত্রদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলা চিলাহাটিতে ছাত্রদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে চিলাহাটিতে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়াও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।
চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার নূরে আলম সিদ্দিকী জানান- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সড়কে চলমান ট্রাফিক শূন্যতা সংকট কাটিয়ে উঠতে আমাদের চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর একটি টিম ছাত্রদের সঙ্গে চিলাহাটির মূল সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।