শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বাসির পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রোববার ভোরে এক মাদক কারবারী কে গ্রেফতার করা হয়। অপর দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মাদক কারবারী বাবুল ওরফে ঠুটা বাবুল কে মাদক সহ গ্রেফতার করেন। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খায়রুল আনামের নেতৃত্বে এস.আই হালিম, এস.আই সজল, এস.আই আশরাফুল, এস.আই মিরাজ, এস.আই সবুজ চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স ওই গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী ইউসুফ আলী ওরফে মিঠুন (২৮) কে সু—কৌশলে গ্রেফতার করেন। ওই সময় তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৫ হাজার ১শ টাকা জব্দ করেন। অপর দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশ ওই দিন অভিযান চালিয়ে, সাগুনি ব্রিজের উত্তর পার্শ্বে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ঠুটা বাবুল এর কাছ থেকে ৯০ পিচ নেশাদ্রব ইনজেকশন উদ্ধার করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।