Type Here to Get Search Results !

পীরগঞ্জে উন্নত পাট বীজ উৎপাদনে চাষী প্রশিক্ষণ

শেখ সমশের আলী, (পীরগঞ্জ) ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
৭৫ জন নারী পুরুষ (পাট চাষী) এ প্রশিক্ষণে অংশ নেয়। “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” এই স্লোগান কে অনুসরণ করে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষক হিসেবে পাট চাষীদের উন্নত প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন অফিসার অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আলমগীর হোসেন, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হরি রায়, উপ-সহকারী পাট কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
বিভাগ