Type Here to Get Search Results !

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে পৌর শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি জীমের ছোটভাই অ্যাডভোকেট খন্দকার আল আমিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত থেকেই পুলিশ বাসার চারদিকে ঘুরছিল। বাস টার্মিনাল থেকে বাসায় ঢোকার সময় ফকির পাড়া মোড় থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম তারা কোনো উত্তর দেননি।
এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানার ব্যবহৃত সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল বলেন, কোটাবিরোধী আন্দোলন দমানের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে রাতে হান্না দিচ্ছে পুলিশ।
বিভাগ