Type Here to Get Search Results !

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিএমজেড নেটজ বাংলাদেশ পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠির প্রতিকুল আবহাওয়া (এসডিজি-১৩) সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি দারিদ্র দূরীকরনে অবদান রাখার লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিশ^ পরিবেশ দিবস-২০২৪ অনুষ্ঠিতহয়। উক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ বোরহান উদ্দিন। আলোচনা সভা ও র‌্যালীতে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম (হেলাল), উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিস মোঃ আজিজার রহমান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন), সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (মানিক), পল্লী’র পরিবেশ প্রকল্পের মাঠ সহায়ক, লাজিনা আক্তার লাভলী, এ্যাডভোকেসি এ্যাসিসটেন্ট,মোঃ আঃওহাব, ইউনিট হিসাবরক্ষক, মোঃ মন্তাজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান প্রমুখ। দিবস উদযাপনে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভার শেষে প্রকল্প সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
বিভাগ