Type Here to Get Search Results !

পীরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌরসভার ২০২৪—২০২৫ অর্থ বছরের ৩৬ তম বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নতুন কর আরোপ ছাড়াই ৫৬ কোটি ৯২ লক্ষ ১২ হাজার ২শ ১৪ টাকার বাজেট ঘোষণা করেন। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এ বাজেট পৌরবাসীর মঙ্গল বয়ে আনবে বলে অনেকেই মত পোষণ করেন। প্রস্তাবিত বাজেট ঘোষনার সময় পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বাজেটের উপর পর্যালোচনা ও উন্মুক্ত আলোচনায় অংশ নেয় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা শাহজাহান, আফতাব উদ্দিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, পৌর কার্যালয় হিসাব রক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ চৌধুরী, তোজাম্মেল হক, সাংবাদিক মোশাররফ হোসেন, দীপেন্দ্রনাথ রায় প্রমুখ।
বাজেট ঘোষণা হওয়ার পর আলোচকরা পর্যালোচনা করেন এবং বাজেটের সুফল দিক বেশি থাকায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে ধন্যবাদ জানায়।
বিভাগ