আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুগ্ধ উপজাত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চিলাহাটি ফিউচার প্রি- ক্যাডেট একাডেমিতে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীকে দুধ দিয়ে তৈরি মিল্ক ট্রফি ও লাচ্ছি খাওয়ানো হয়।