Type Here to Get Search Results !

পার্বতীপুরে প্রতিবন্ধীদের দক্ষতা ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ সমাপ্ত

পার্বতীপুর,প্রতিনিধি পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট (সিইপি) এর বাস্তবায়নে সংস্থাটির হলরুমে লিলিয়ান ফন্ড ও সিসিডি প্রকল্পের অধীনে পার্বতীপুরে প্রতিবন্ধীদের দক্ষতা ও গরু মোটাতাজাকরণ ২দিন ব্যপী প্রশিক্ষণ গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। 
গত ২৩ ও ২৪ জুন গরু মোটাতাজাকরণ ২দিন ব্যপী প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন আতিকুর রহমান। প্রশিক্ষণে ২০ জন প্রতিবন্ধী কিশোর কিশোরী ও পরিচর্যাকারীগণ অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।
বিভাগ